আমি তেমন এক ছেলে
আধুনিকতার অংশুমালী যেখানে অনোদিত
শনে ছাওয়া কুঁড়েঘরে হাড়-হাভাতে সংসার
তালপাতার চাটাই যার কোমল শীতল পাটি।

লাঙল কাস্তে হাতে উদিত যার প্রত্যেহ প্রত্ত্যুষ
তারই ফাঁকে ভাঙা শ্লেটে স্বর ব্যঞ্জন শেখা
অতঃপর নিউজপ্রিন্টে সস্তা ভাঙা কলম
বলতে পারো মূর্খ আমি গেঁয়ো কুঁজো ভূত।

কিন্তু জানো? আমারো একটি মন আছে,
অলীক নয় নির্ভেজাল সাচ্চা,
এ বাংলার কাদাজলের মতই নির্মল।

জানি তোমার সেলফে ডজনখানেক হীরের আংটি,
আমি হয়ত পারবো না দিতে কোনদিনই
তবু পবিত্র হৃদয়ের ঘর্মজল চুবিয়ে
গড়ে এনেছি -একজোড়া রুপার নূপুর।

ও মেয়ে নেবে কি মনের দামে ?
নাকি ধর্ষিতা হবে মেকি মুক্তোর প্রলোভনে ?


(সংশোধিত )