আজকে তোমার ফুল ছোঁয়েছি,
সতেরটি বসন্তের জমে উঠা মধুকুঞ্জবন কোমল পাপড়ি বৃতিসব।
গোঁয়ার বাউন্ডলে কৃষ্ণাঙ্গ সেই মধুকর,
আজ তোমার অমর সঙ্গী।
যাকে তুমি চুঁবিয়েছো অজস্রবার ঘৃণার তিক্ত নর্দমায়,
আজ সে তোমার গগণের পূর্ণ শশী।
না, না,
চুবসে যেওনা গো লজ্জাবতীর কোমল ডানার ন্যায়।
শঙ্কায় যেওনা গো নেতিয়ে,
রজনীগন্ধা হও,
সুবাসিত করো এ রজনী।
ভয় পেয়েছো?
এতো কেবল ডাল ছোঁয়েছি,
বিশ্বাস করো ভাঙবো না,
পাপড়িও ছিঁড়বো না,
শুধু আদরে আদরে হবে নিঃসীম মাখামাখি।
আজ শঙ্কার দ্বার রুদ্ধ করো,
আবেগের দ্বার মুক্ত করো,
দেখো প্রজাপতি হয়ে বসেছি তোমার গায়,
লাজুকতায় এ রজনী করো না গো ভোর,
সময় যে বয়ে যায় খুলো খুলো দোর,
আবেগের পাপড়ি মেলে জড়িয়ে নাও এই আমায়।
- সংশোধি