চির অন্ধকারপূর্ণ সভ্যতাই এখন নিত্য সঙ্গী,
সভ্যতার সভ্য সবিতা এখানে লীন।
ত্রিবচনের ত্রিকোণ পিরামিডে জীবন্ত মমী,
এখন এ আমি।
আষীবিষের নির্দয় দংশনে ধনুকের মতো বেঁকে যাচ্ছি নিয়তই,
জোঁকের মতো শুষে নিচ্ছে অবশিষ্ট কণিকা।
তুমি হিমালয় ছিলে একদিন,
পূঞ্জীভূত অসীম আবেগ স্বপ্ন প্রেম,ঢেলে দিতে চেয়েছি তোমার বুকে।
জানি, প্রাতের ঝরা শিউলির মতো অঞ্চলভরে কুড়িয়ে নিতে,
আমার প্রেম,
স্বভুলেই হারিয়েছি সবি।
তোমার বুকে এখন অভিমানের তপ্ত সাহারা,
আমি নীলনদের পাড়ে অবরুদ্ধ এক জীবন্ত মমী।
-সংশোধিত