ধরিত্রীর এ মরুপ্রান্তরে, এ শ্যমলীমা রূপয়সী বাংলায়,
আমি এক ক্ষণকালের অভিযাত্রী,
পদতলে বয়ে চলেছি,সময়ের ক্ষয়িষ্ণু এক চোরাবলি স্তর,
ধসে যাবে কোন এক সময়,
আর ধসে যাব আমিও।
বিলীনের হাত ধরে, সাঙ্গ হবে মহীরুহ অভিযান ।
এ বাংলার কাদাজলেই হয়ত মিশে রবে আমার জীর্ণ তনু,
আমার কাব্যের রসে হয়তো মিশে থাকবে অস্তিত্বের ঈষৎ গন্ধ ।
যতদূর যাও ওহে বন্দু,দেশ বিদেশ, মঙ্গল কিবা শুক্রে ,
লয়ে যেও, এ বাংলার একমুঠো খাঁটি মাটি,
যদি সেই অচীনপুরে নিঃসঙ্গ থাকো,
যদি ত্রস্ত থাকে মনে, তবে শুকে নিও এ মাটির ঘ্রাণ,
দেখবে মিশে আছি আমি সেই ঘ্রাণে,
আমাকে পাবে তখনই, ভেঙে ত্রাস আর নিঃসঙ্গতা ।
রচনাকালঃ১২/১২/২০১৪ ইং