পাল্টে গেছে ন্যায়ের হাওয়া,
নীতির খাতা শূন্য,
ন্যায়বাদীরা পিছের সারি,
দুর্নীতিবাজ ধন্য।
মিথ্যা বললেই চালাক বলে,
সত্য বললেই মূর্খ,
ভাল করলেই যাতনা পায়,
মন্দ করলেই অর্ঘ।
দুর্বলেরা খেটে মরে,
সবলের বাড়ে ভুরি,
ওরা করলেই কেলেঙ্কারী,
দুর্বল করলেই চুরি।
বকের পোশাক ওদের গায়ে,
কাকের পোশাক এরা,
সত্য কাজ করতে গেলেই,
পদে পদে ধরা।

-সংশোধিত