কেউ কথা রাখেনি,
শীতের আগমনে, চম্পা চামেলি
সবাই গেছে চলে মধুবনে।

জুঁই বলে যায় কানে কানে,
রজনীগন্ধা হাসনা হেনা ভাই
জেগে উঠো তোমরা কেন সন্ধাকালে।
সন্ধ্যামালতী করে মিনতি,
ওগো নিশি তুমি যেওনা চলে,
সবই বিফল, তুমি চলে গেলে
মোদের গন্ধ যাবে হারিয়ে।
টঙিঘরের পাশে, জেসমিনের গন্ধে
মাতাল ভূবন, চোখেতে নেশা,
কামনা ভরা আঁখি,
সাদ জাগে মনে আপন করে পেতে,
মায়াবী কামিনী।

গোলাপি গোলাপের প্রলাপ
শুনিয়া হায় হায় করিয়া
জাগিয়া উঠিলো ডালিয়া।
বাসনা জাগে দেখিয়া
আনার ফুল আর বকুল,
খোঁপায় বেলী জবা ফুল।

গাদাফুলে ভরা ডালা,
গাঁথিয়াছি মধুমালতীর মালা।
অভিমানে দোলনচাঁপা
এলো হেলিয়া দুলিয়া,
নিঠুর বন্ধু গিয়েছো কেমনে
তুমি মোরে ভুলিয়া।
সূর্যমুখী বলে সূর্যরে
চেয় থাকো মোর পাণে
নাই কি তোমার লাজ।
গ্রীষ্মের রাজকুমার গন্ধরাজ
নমনীয় কোমল মিষ্টি সুগন্ধ
বিলিয়ে দেওয়াই তার কাজ,
তাইতো সে হয়েছে রাজকুমারীর
মাথার তাজ।

এলোমেলো বাতাসে
বসন্তের সমিরণে,
প্রকৃতি সাঁজে নানারূপে,
ভ্রমর গুঞ্জরণে
ফুলের কোলে কোলে।
রঙিন ডানা মেলে
প্রজাপতি উড়ে আঁকা-বাঁকা
কাননে কাননে।

গ্রীষ্মে ঝুরি ঝুরি গাছে আমের মকুল,
বর্ষায় ফুটে গাছ ভরা কদমফুল,
শরতে শাপলা তুলে ভরিয়াছি নায়ে
মেড়ুয়া হাওরের কোলে,
আনন্দের বারিধারা লাগিয়ে গায়ে ।

হেমন্তে শিউলি ফুলের মালা দোলে
মল্লিকা কবরী-র গলে।
শীতের আগমনে,
দুধে আলতা রং বদনে
মাঠ ভরা হলুদ সরিষা ফুল।
ঋতু-রাজ বসন্তে,
বনভূমি ভরা পলাশ, কৃষ্ণচূড়ার ফুল,
মনে হয় লেগেছে আগুন ।
ফাগুনের নিমন্ত্রণে,
পাঁচ পাপড়ির নয়ন তারা
আবেশ জাগায় নয়নে,
গুনে ভরা তার
ডায়াবেটিস নিয়ন্ত্রণে ।
হলুদ বরণ কন্যা কাঁঠালি চাঁপা,
ফুটে আঁকা-বাঁকা,
কাঁঠালের গন্ধ বাড়ীর আঙিনায়।
হেরিয়া নিশি-প্রভাতে শিশির,
হিমালয়ের পাদদেশে ফোটে উঠে
সৌন্দর্য্যের আধার সজল
সুন্দর গন্ধে ভরা ব্রহ্ম কমল।
নীলকন্ঠ দুলে মলয় বাতাসে,
চেরি ফুল মোর কাননে।
নিকন্ঠ সুরে ডঙ্কা ফুল,
বাঁশি বাঁজায় মনোনদীর তীরে।

পুষ্পবনে সারাবেলা,
তোমার আমার প্রাণের খেলা
নয়নেতে স্মৃতির মালা
খুঁজে পাইনা বর্ণমালা।
তোমার ভূবনে ফুলের মেলা,
আমার কাননে বিরহের খেলা,
পাখীদের কোলাহল সুরের লহর
স্মৃতির প্রীতি যায় কি ভুলা ?
কুসুমের পাণে চেয়ে চেয়ে,
কেটে যায় মোর বেলা।

সাদ না মিটিলো আশা না পুরিল
হেরিয়া রূপ মনোহর।
দেখিয়া খোদা তোমার সৃষ্টির দান,
সাদ্য নাই মোর; কি দিবো প্রতিদান।
ক্ষমা করো ক্ষমা করো
ওগো নাম নাজানা বনফুল,
এ যে মোর ভুল,
এনেছি তুলিয়া,
প্রিয়ার ! লাল গোলাপ ফুল ।