পদ্মাবতী নীলাঞ্জনা,
হয়না যার তুলনা !
অনন্য সৃজন তুমি
শেখ হাসিনা।

স্বপ্নগুলো লুকানো হৃদয় গহীনে
পূর্ণ হলো আজ সবই
তোমারই পরশে !
ধন্য ওগো জননী তুমি
এক অলোক বাংলার বিস্ময় !
এসেছিলে বলে হেথায়
তাই আকাশ কুসুম
সবই হলো সহজ জয়,
জয় বাংলা, বাংলার জয় ।
আমি বাংলার গান গাই,
তাইতো বারে বারে
তার কাছে ফিরে যাই।
রিক্ত ভবানী পেলো
মাথা গোঁজাবার ঠাঁই ।
অতুল অনুপম
চিরন্তন বাণী মধুর,
গরিবের সাহারা,
নিঃস্ব কাঙ্গাল ফতুর ।

তোমার আগমন মনোহর,
রুনু-ঝুনু ছন্দে পদ্মা,
দু’কূল নাচে আনন্দে উল্লাসে ,
খুলেছে আজ অতুল
সম্ভাবনার নতুন দুয়ার,
এক নব দিগন্তের বন্ধন!

দূরদেশে আমি এক অতিথি,
একামনে মনোনদীর তীরে,
মলয় বাতাসে উড়িয়ে
দিলাম প্রতুল অনুভূতি
আর একরাশ শুভেচ্ছা ও
অভিনন্দন,
সবাইকে অভিনন্দন !!