আমাদের ছোট গাঁয়ে ছোট ছোট ঘর,
পথে ঘাটে পড়ে থাকে মানিক রতন।
মাঠভরা ধান জলভরা দিঘি
আর যত নালা খাল,
আমগাছ জামগাছ সুপারি কাঁঠাল
চারিদিকে বাঁশ ঝাড় আছে যেমন
মনে হয় ওরা সব আত্বীয় স্বজন।
সকালে সোনার রবি পূর্বদিকে উঠে
পাখি ডাকে ঘুম ভাঙে নানান ফুল ফোটে।
স্মৃতি অমলিন বেঁধেছে মোর প্রাণ
বন্দে আলী মিঞার মতন
“আমাদের গ্রাম”।
বরষায় জোয়ার গাঙে
করে খলখলানি,
ঢালার মাঝে ভাটা দিয়ে
মাছ মোরা ধরি।
নাই যে সেথা কোন দলা-দলি,
আদরে সোহাগে করি গলা-গলি।
অনন্ত প্রেম প্রীতি আর
ভালবাসা অনুরাগে ভরপুর
গ্রামের নাম খাদিমপুর॥

আব্দুছ ছালাম বুলবুল
২৫।০৫।২০২২