মঙ্গলের পথে পদ্মাসেতু
দিলো আজি দিন বদলের
স্বপ্নদুয়ার খুলি !
অবাক চিত্তে দেখে সবে
রিক্ত ঝুড়ি গেছে ভরি !
ভৎসনা ছিল অকারণ
তোমার তিরস্কার ?
এসে দেখো কিসিন্জার
তোমার বাণী বাসি হলো
হলো অবসান !
নতুন আবরণ নতুন সাজে
আলোয় ঝলমল নদীর জলে ,
জোছনার আলোয় মুক্তা ঝরে
আজি তার দু’কূল।
দিন বদলের গানে সুরে
কাশফুল নিত্য করে
দিবানিশী নদীর বালুচরে ॥