এইখানে মোর বউ এর কবর
কচু গাছের তলে,,
কয়েকদিন
আগে মরিয়াছে সে পাখি জামা দেইনি বলে......
এতটুকু তার
বুঝাতে পারি নি পাখি জামা ভালো না,,
পাখি জামা কিনে না দিলে সে গলায়
পেচাবে ওড়না......!!
এখানে ওখানে ঘুরিয়া পিরিতাম
ভেবে হইতাম সারা,, সারা দেশ
ভরি স্টার
জলসার
নেশা ছড়াইয়া দিলো কারা.....!!
আঁচল নাটকের গীতার মত
আমায় দিত ঝাড়ি,,
কানে ধরাইয়া ছুটাইতো মোরে গায়েরও
পথ ধরি....... কতবার বলিতাম
চেড়ে দেও
মোরে sry বলিতাম কত,,
এই সব দেখিয়া গায়ের
লোকেরা তামাশা করিত
শত.......
বাপের বাড়িতে যাইবার কালে কহিত
ধরিয়া পা,,
ঝিলিক জামা লইয়া যাই ও
উজান তলীর গাঁ.....
মরিচ হাটে কাঁচা মরিচ
বেচি ১৫০ টাকা দেড়ী,,
১৫০০ টাকারা ঝিলিক
জামা নিতে কখনো হত
না দেরি........
স্টার জলশার
জামা ছাড়িয়া এত ব্যাথা যার
কেমন করিয়া হায়,,
কবর দেশেতে ঘুমিয়ে রয়েছে নিঝঝুম
নিরালায়....
এইখানে মোর ছোট
শালি ঘুমায়ে এইখানে বড়
শালি,,
কি সুন্দর চেহারা তাহাদের ডাকিত
দুলা ভাই
বলি......
এত আদরের শালিরা মোর
ভালবাসিতাম কত,,
ফুলকি জামা কিনে না দিলে আমায়
মারিত শত......
এই খানে মোর
শাশুড়ি ঘুমায়ে শশুড়কে একা ফেলি,,
বিষ
খাইয়া মরিয়াছে সে পাখি জামা পায়নি
বলি....
সেই ফালগুনে শাশুড়ি কহিল
আমারে ডাকি,, বা-জান
আমারে কি কিনা দিবা জামা পাখি.....?
ঠেলাগাড়িতে লইয়া তারে চলে গেলাম
দোকানে,,
পাখি জামা না পাইয়া বিষ
খে মরিলেন সেখানে....