একদিন চলে যাব এ পৃথিবী ছেড়ে, জানি না সে কত দেরী, কত দিন পরে।
চলে যাব সব ছেড়েতোমাদের একা ফেলে, আসবো না আর কোনোদিন ভোরো না দু চোখ জলে।
কোনো গ্রামে পাবে না আমায় খুজে, থাকবো না আমি কোনো শহরের বুকে।
থাকবো না আমি কোনো বনে-জঙ্গলে, পাবে না তো মোরে কোনো পাহাড়ের চূড়ে।
সাগর তলে লুকিয়ে থাকবো না, চোরা বালিতে হারিয়ে যাব না- নদীস্রোতে আমি যাব না তো কভু ভেসে, কেউ ধরবে না তো হাতটা আমার হঠাত্ ছুটে এসে।
থাকবো আমি শুধু তোমাদের মনে, বলব কথা গোপনে গোপনে।
ধ্রুবতারা নয় আকাশের বুকে ছোট্র তারা হয়ে, তোমাদের ভালোবাসবো দু হাত ভরে।
আমার কথা মনে করতে গিয়ে দু চোখ যখন ভরবে উষ্ণ জলে, স্বপ্নে আমি আসবো আবার ফিরে মছবো সে জল হারিয়ে যাওয়া সেই হাতটি দিয়ে, হাসতে হাসতে নেবে তুমি আমায় কাছে ডেকে হরিয়ে যাব তোমার সুখের স্বপ্ন ভেঙে গেলে ।