বহুকাল ধরে পথে পথে নগরে প্রান্তরে, স্কুলে কলেজে, উচ্চ শিক্ষার চরম সোপানে অন্ধের মত খুঁজেছি যাহারে আমি পাইনি তাহারে ।
মানুষের ভীড়ে, অগনিত বান্ধবীর ভীড়ে গ্রামে গঞ্জে শহরে শহরে, আঁতেলের ঠেকে, বসে ভাগবতের আসরে আমি পাইনি তাহারে। ট্রামে বাসে, দুরন্ত গতির রেলগাড়িতে মাঝে মাঝে কোলকাতাতে, আবার ভ্রমনের কালে দীঘার সৈকতে বা ডেউল প্রার্কে, আমি পাইনি তাহারেত।
ছোট ভীড়ের মাঝে স্বচ্ছ অস্বচ্ছ কল্পনাতে, এ মনের মাঝে কত মৃদুমন্দভাবে, বন্ধু-বান্ধবী আসিয়াছে তবু তাহাদের ভীড়ে, আমি পাইনি তাহারে।
আজো খুঁজে ফিরি তারে, হৃদয়ে হৃদয়ে কখনো স্বপ্নালোকে কখনো বা বাস্তবে কখনো আমার আমিতে, মধুময় স্মৃতিতে কিন্তু পাই-নি তাহারে ।