আমরা বাঙালী বিদ্যেবাগি তর্কবাগিশ জাতি
মোরা ঈশ্বরচন্দ্রের প্রপৌত্র রামমোহনের নাতি ।
কামে কুঁড়ে ভজনে দেড়ে দল পাকানোর আঁদি
একটুখানি রসাল হলে আলাদা ঘর বাঁধি ।
কাজের থেকে কথা বেশি এইতো মহত্গুণ ।
মুখের কথায় ধর্মঘট আর মিটিং -মিছিল-খুন ।
চাকরি খুঁজি কেরাণীগিরি ব্যাবসায় দারুণ ভয়
কর্তব্যে মোদের চরম ফাঁকি বৃথা তর্কে জয় ।
অলসতা মোদের গুরু, আড্ডা দেওয়াই কাজ ।
হাত পাততে বেজায় পটু নেইকো মোটেই লাজ ।
বাক চাতুরি পাথেয় মোদের শক্ত কাজে ভীতি ।
অজুহাত আর কুসংস্কার মোদের জাতির রীতি ।
পরচর্চা আর একটি গুণ, পরশ্রীকাতর ভারি ।
ঘরে বসেই বুলি আওড়াই বাঘ-সিংহ মারি ।
মেষের মতো ঘরকুনো আর স্ত্রী পরায়ন বড় ।এমনি হুজুক কিছু পেলেই চেঁচিয়ে করি জড় ।
বিশ্বাসঘাতকতা রক্তের নেশা রাজনীতির মোরা খুন ।
যে পাতে খাই সেই পাত ফুটোই এইতো মোদের গুণ ।
ঈর্ষা বিদ্বেষ চির হতাশার মোরা দাস,
কাপুরুষত্ব পরনির্ভরশীলতা চরিত্রের বড় সর্বনাশ ।