দুখ যাহি দিলে মোরে তা কি কারো সয়?
বেদনাতে ভুলিলাম সুখ কারে কয়।
বিরহীর ন্যায় আমি ক্রন্দন হাসা হাসি!
মোর দুখ দেখিয়া যে কেদে ওঠে শশী।
দাওগো মোরে সুখ হে,  দুখ যে সহেনা আর।
তুমি চাও দিতে মোর গলেতে দুখের হার।
আমি কি আর পারি গো করিতে তোমায় মানা।
তোমার কাছে আমি যে আজ কচুরিপানা।
আমার মনে তুমি গো করো আনাগোনা
তুমি ভাবো মোর কাছে ক্লেশ জমিবে না।
ক্লেশ দিয়ে ভরে আছি তুমি দেখবে না।



যদি মোরে দুখ দিয়া পাও তুমি সুখ
দুখ পেয়ে খুশি আমি রইবেনা মোর দুখ
জানি তুমি দুখ দাও তোমার প্রিয় মুখরে!
তুমি খুশি হও মোরে দিয়া বিরাট দুখরে।
ক্লেশে মোর পায় গো রে হাসিমাখা সে কান্না।
তোমার খুশি আমার  ভিখারিনীর পান্না।