আমাকে আমার মত করে উড়তে দাও। আমি উড়বো। পাখির মত উড়বো, যেন আমার জন্মই হয়েছে শুধু ওড়ার জন্য।
আমাকে আমার মত করে উড়তে দাও। আমি শান্ত থাকতে চাইনা। আমি অস্থির, আমি উদ্বেগী, আমি চিন্তিত, আমি কে? কেনই বা এখানে এসেছি।
আমাকে উড়তে দাও, উড়তে দাও, উড়তে দাও আমাকে।
আমাকে উড়তে দাও আমি মহাবিশ্বের সূচনা খুজবো, মহাকাশে প্রান খুজবো, স্রষ্টার অর্থ খুজবো। উড়তে দাও আমাকে।
বন্দি করোনা আমাকে। আমি স্রষ্টাকে চিনতে চাই সৃষ্টিকে জানতে চাই। স্রষ্টার গোপন পরিচয় আমি জানতে চাই। নিজের পরমাত্মা দিয়ে স্রষ্টার গোপন সাক্ষাৎ পেতে চাই। উড়তে দাও আমাকে।
আমি আজ উড়বো। আকাশের বুক চিরে উড়ে যাবো! উড়ে যাব সেখানে, ঠিক যেখানে গেলে জানতে পাব এ মহাবিশ্বের আসল পরিচয় কি? আমি কে। ছোট্ট একটা পরিচয় আমার হতে পারেনা। তুচ্ছ কোনো কারণে আমি নিশ্চয়ই এখানে আসিনি। আমার এখানে আসার পেছনে নিশ্চয়ই কোনো মহৎ কারণ ছিলো। কিন্তু কি সেই কারণ? কি রেখে যাব আমি এই বিশ্বের জন্য? আমি কিছুই জানিনা। আমাকে জানতে হবে।
আমাকে উড়তে দাও আমি আজ সব উউন্মোচন করবো।
উড়তে দাও আমাকে, আমাকে জানতে হবে, জানতে হবে! উড়তে দাও আমাকে।
উড়তে উড়তে আমি খুজে বের করবো আমার অন্তরে ঘুমন্ত সেই সত্তাকে। আমি দেখতে চাই, কে ঘুমোচ্ছে আমার ভেতরে। আমি আমার পরিচয় জানতে চাই। কে আমি? কে সেই সত্ত্বা? আমাকে উড়তে দাও আমি আমার অন্তর সত্ত্বাকে খুজে বের করবো।
উড়তে দাও উড়তে দাও উড়তে দাও।