মাঝে মাঝে হারিয়ে যেতে হয়, হারিয়ে গিয়ে দেখতে হয় কে আমার আপন, কে পর।
মাঝে মাঝে ভ্যানিশ হয়ে দেখতে হয়, কে খোঁজ নিচ্ছে, কে নিচ্ছে না।
হারিয়ে গিয়ে দেখতে হয়, প্রিয় মানুষেরা, প্রিয় বন্ধুরা, আমার শূন্যতা অনুভব করছে কি না,
নাকি তারা তাদের মতোই জীবন উপভোগ করছে।
মাঝে মাঝে হারিয়ে গিয়ে দেখতে হয়, আমার শূন্যতা কে অনুভব করে,
কে আমাকে খোঁজে। আমায় ছাড়া, কার জীবন চিনি ছাড়া চায়ের মত।
এগুলো দেখতে খুব স্বাদ লাগে।
যে লোকটা অগোচরে নাম শুনে ভ্রু কুচকে ফেলে,
তার কাছে আমার অভিমান মূল্যহীন।
যে মানুষটার কাছে আমার অভিমান মূল্যহীন,
তার কাছে আমার শূন্যতাও মূল্যহীন।
কার কাছে মূল্যহীন, আর কার কাছে মূল্যবান,
এগুলো দেখার জন্য হলেও হারিয়ে যেতে হয়।