কবিতা- প্রনয়
লেখা- মোহাম্মদ সাকিব
হয়নি প্রনয়, তাই বলে কি, হবেনা প্রেম বিনয়,
তোমার আমার প্রনয় হবে জোয়ার ভাটার সময়।
হয়নি বলা, তাই বলে কি পরে রবে কথা?
তুমি স্তব্ধ আমি বাচাল, ভরব খাতার পাতা।
হয়নি যে প্রেম সেই প্রেমেতে আমার নাই কি খোজ?
আমার খোজে তাই বলে কি পরে থাকো রোজ?
হয়নি হাটা যে পথ ধরে আমার হাতটি ধরে
নির্জন সে পথগুলো কি আজও আছে পরে?
হয়নি প্রনয় তাই বলে কি হবেনা প্রেম বিনয়,
তোমার আমার প্রনয় হবে জোয়ার ভাটার সময়।