আমি যুদ্ধ ঘোষণা করলাম তাদের বিরুদ্ধে, যারা তেল বিক্রির টাকার লোভে রক্তের ঝর্না দেখছে।
আমি যুদ্ধ করবো তাদের বিরুদ্ধে, যারা লাল সাগরে পা ডুবিয়ে আরাম করে বসে আছে।
আমি যুদ্ধ ঘোষণা করছি সেইসমস্ত জন্তুদের বিরুদ্ধে, যারা রক্তের ওপর দাঁড়িয়ে রাতের পর রাত আমোদ করে কাটিয়েছে, শিশুদের কান্না যাদের আনন্দে এক বিন্দু ব্যাঘাত ঘটায় নি।

একদিন শুনলাম আমার ধর্মীয় শক্তি অনেক কঠোর
এরপর আমি অভিশাপ দিলাম সেই শক্তিকে, যেই শক্তির জন্মই হয়েছে কেবল দাসত্ব করার জন্যে।
তারা অচিরেই ধ্বংস হবে যারা দাসত্ব দিয়ে সূর্যোদয় আরম্ভ করে, এবং দাসত্বের দায় মাথায় নিয়েই সূর্যাস্তের দিকে যায়।
আমি তাদের ধ্বংসের জন্য অপেক্ষা করছি।
তারা ধ্বংস হবে। কালো বোতলে পানি খাওয়ার লোভ তাদের ধ্বংস করবে।
তাদের পাপে এই মাটি থেকে একদিন কাবাঘর উচ্ছেদ হবে। এটাই হবে তাদের জন্য উত্তম পুরস্কার।

আমি বিরোধিতা করি তাদের যারা পশ্চিমা সভ্যতাদের দাসত্ব ছারতে পারেনি অথচ মাথায় পাগড়ি পরে ঘোরে। আমার বিরোধীতায় তারাও আছে যারা তেলের ব্যবসার জন্য নিজেদের রাজতন্ত্র বিলিয়ে অন্যের শাসনতন্ত্র গ্রহণ করে। যারা শক্তি থাকার পরেও অন্যের কাছে নিজের বিবেককে বিক্রি করে দেয়।
যারা তেল বিক্রির বিনিময়ে বিবেক বিক্রি করে দেয়।
এসমস্ত মানুষকে মানুষ হিসেবে সনদপত্র দিতেও আমার লজ্জা করে।

এই লজ্জা আমার একার না, এই লজ্জা পৃথিবীর।