আমি চাই, পৃথিবীতে কিয়ামত হোক।
কেয়ামত সব তচনচ হোক।
ধ্বংস হয়ে যাক পৃথিবীর অভ্যন্তরীণ সমস্ত পশু।
জাহান্নামের আগুনে পুরতে থাকুক অমানুষের দল।
এই আগুন যেনো আমাকেও মুক্তি না দেয়।
আমার চিন্তাধারার জন্য যেনো এই আগুনে পুড়তে পুড়তে আমি সহ পৃথিবীর সকল পাপী ছাই হয়ে যায়।
পৃথিবীর কোনো মায়া আমাদের জন্য যেন পরে না থাকে।
ধ্বংস হয়ে যাক সেসমস্ত মানুষ যারা নিজেরাই কেয়ামতের আলামত।
আগুন জ্বলুক সেসমস্ত মানুষের কবরে। যারা বেচে থাকতে অন্য মানুষকে আগুনে পুরিয়েছে।
পিপাসু কুকুরের মত মরে যাক সেই মানুষ, যারা বেচে থাকতে অন্য মানুষের কান্নার কারণ হয়েছে।
এটা আমার অভিশাপ।
কেউ যেনো এই অভিশাপ থেকে মুক্তি না পায়।
কেউ না,
আমি আমার নিজেকে অভিশাপ দিচ্ছি। আমি যেন অন্যায় সহ্যের দায়ে অচিরেই ধ্বংস হয়ে যাই।
আমি সহ সকল দর্শক যেনো মরে পরে থাকি নর্দমার জলে।
আমাদের অপরাধ আমরা দুচোখ মেলে চেয়ে দেখেছি।
নর্দমার পানি খেতে খেতে মরে যাক সেই পশু। যার নিপীড়ন লাঞ্ছিত করেছে হাজারো ফুলকে।
কিয়ামত হোক। কিয়ামত হোক। আমি মরতে চাই।
বাচার অধিকার আমি হাড়িয়ে ফেলেছি। আমাকে তোমরা পুড়িয়ে ফেল।