আলো জ্বলে আবার নিভে যায়।
অন্ধকার রাতটাও তাকে পেতে চায়।
রাতের আধারে ঘুড়ে বেড়ানো যান্ত্রিক সেই
বাহনটাও তার ছোঁয়া পেতে চায়!
আলো জ্বলে আবার নিভে যায়!
নিভে গিয়ে সে আবার জ্বলে ওঠে, ঝলসে ওঠে ঝকঝকে তারাগুলোর মতো।
ঠিক যেভাবে ঝলসে ওঠে যুবতী কন্যার অশ্রুঝরা মায়াবী চোখের সেই মনি।
আলো ফিরে আসে, তার ফিরে আসা দেখে নিভে যাওয়া গ্রহগুলো সব আবার জ্বলে ওঠে,
শুধু জ্বলে ওঠে না থমকে যাওয়া প্রাণের সেই প্রবীণ গানের সুর!
আলো জ্বলে আবার নিভে যায়,
দিনকে আলোকিত করা সেই আলোরাও সন্ধে নামার সাথে সাথে হারিয়ে যায়।
সেভাবেই হারিয়ে যেতে চায় নবীন কবির মনে সদ্য জন্ম নেওয়া হাজার শব্দের সেই মেলা!
আলো হারিয়ে যায়, আবার ফিরে আসে, অন্ধকার রাতের বুক চিরে, তারার দলগুলোকে আড়াল করে, সে জ্বলে ওঠে ভোরের আলোর মত।
আলো জ্বলে, কিন্তু আবার নিভে যায়।
পূর্ণিমার চাঁদটিও তার ধারাবাহিকতা ধরে রেখে রাতকে অন্ধকার করে দেয়।
অন্ধকারের মাঝে হারিয়ে যায় রাতের সেই কোলাহল মাখানো স্বাদ।
অন্ধকারের মাঝে বিলিন হয়ে যায় রূপবতী সেই চাঁদ!
সেভাবেই বিলিন হয়ে যায় নব প্রেমে ডুব দেয়া নবীন প্রেমিকের মনের সমস্ত প্রেম,
আলো জ্বলে কিন্তু আবার নিভে যায়, নিভতে নিভতে সে আবার জ্বলে ওঠে!
জ্বলে ওঠা আলোর দেখাদেখি নবজন্মানো ফুলগুলো সব ফুটে ওঠে।
সেই ফুল থেকে ফল, ফল থেকে বীজ, বীজ থেকে আবার নতুন গাছ জোটে!
অস্থায়ী আলো আবার আসে, ধরনীর বুকে আলো ছড়িয়ে সে আবার চলে যায়।
যেন ধরনীর কোনো কিছুই,
চিরস্থায়ী নয়।