আলো জ্বলে আবার নিভে যায়।
ছুটে চলা যানটাও তাকে পেতে চায়।
আলো জ্বলে আবার নিভে যায়।
অন্ধকার রাতও তা পেতে চায়।
আলো জ্বলে আবার নিভে যায়!
নিভে গিয়ে আবার জ্বলে ওঠে,
ঝলসে ওঠে ঝকঝকে তারার মতো।
নিভে যাওয়া গ্রহটাও জ্বলে ওঠে,
শুধু জ্বলে ওঠে না থমকে যাওয়া
প্রাণের সেই প্রবীণ গানের সুর!
আলো জ্বলে আবার নিভে যায়,
দিনের আলোটিও সন্ধ্যাতারা
আসার আগে আগে নিভে যায়।
সেভাবেই নিভে যেতে চায়
নবীন কবির মনে সদ্য জন্ম নেওয়া
হাজার শব্দের সেই খেলা!
আলো ফিরে আসে,
অন্ধকার রাতের বুক চিরে
তারার দলগুলোকে আড়াল করে
জ্বলে ওঠে সকালবেলা।
আলো জ্বলে আবার নিভে যায়।
পূর্ণিমার চাঁদ সময় শেষে
রাতকে অন্ধকার করে যায়,
সেভাবেই নিভে যায়
নব প্রেমে ডুব দেওয়া
নবীন প্রেমিকের প্রেমের আহাজারি।
আলো জ্বলে আবার নিভে যায়,
নিভতে নিভতে আবার জ্বলে ওঠে!
জ্বলে ওঠা আলোর দেখাদেখি
নবজন্মানো ফুলগুলো সব ফোটে।
সেই ফুল থেকে ফল, ফল থেকে বীজ,
বীজ থেকে আবার নতুন গাছ জোটে!
অস্থায়ী আলো আবার আসে,
থেকে আবার চলে যায়।
যেন ধরনীর কোনো কিছুই,
চিরস্থায়ী নয়।