আমায় বুঝলো চাঁদ তারা তুমি বুঝলে না।
বেদনারা খুজলো আমায় তুমি খুজলে না!
আমায় বুঝলো পশু পাখি তুমি বুঝলে না।
সবে মিলে খুজলো আমায় তুমি খুজলে না।
রাত পেরিয়ে দিন আসলো তুমি আসলে না।
লোকে আমায় ভালোবাসলো তুমি বাসলে না।
গোধুলিতে তাঁরা হাসলো তুমি হাসলে না।
আমার তরে চাঁদ ঘেশলো তুমি ঘেশলে না।
লোকে আমার কাছে আসলো তুমি আসলে না।
লোকে আমায় সইলো তবু তুমি পারলে না।
যাওয়ার আগে বলেছিলে তুমি হেলবে না
লোকেরা আমায় ফেললেও তুমি ফেলবে না।
বিষাদেতে আমি বাকলাম তুমি বাকলে না।
বেদনাতে আমি হাঁকলাম তুমি হাঁকলে না।
লোকে আমার হয়ে থাকলো তুমি থাকলে না
সর্বোপরি আমায় ঠিকি তুমি রাখলে না।
বরষাতে বাদল গললো তুমি গললে না!
আমি বললাম ভালোবাসি তুমি বললে না।
মধুমাসে পিয়াল ডাকলো তুমি ডাকলে না।
চেতনা ভরা স্মৃতি থাকলো তুমি থাকলে না।
আকাশ চিরে মেঘ কাদলো তুমি কাদলে না!
তোমায় আমি সুখ সেধেছি তুমি সাধলে না
জানি আমার শবের মায়া তুমি ছারবে না
শব সমাধি লোকে করবে তুমি পারবে না।