মুক্ত বার্তা
শোনো আকাশের চাঁদ, আমার লালাভ আকাশের রক্তিম চাঁদ। আজ আমি তোমাদের মুক্তি দিলাম।
শোনো নীরব ছাদ, আমার একা বসে কবিতা লেখার ছাদ।
আজ তোমরা সবাই মুক্ত, আজ আমি আর তোমাদের কাছে আসবনা।
আজ আর আমি তোমাদের কোলে মাথা রেখে বলবোনা আমায় ভালোবাসো।
শোনো রাতের তারা, অন্ধকার আকাশে জ্বলজ্বল করা তারা।
আমি আমার গল্প শোনানোর জন্য তোমাদের আর ভোর অবধি জাগিয়ে রাখবো না।
শোনো আকাশের মেঘ, ভাড়ি বৃষ্টি ঝড়ানোর মেঘ।
আমি আর তোমাদের মনকে ভাড়ি করবনা। আমি আর তোমাদেরকে বেদনার গল্প শুনিয়ে ভাড়ি করে দেবনা।
আজ আমি তোমাদের মুক্ত করে দিলাম,
সেই সাথে নিজেকে।
কাব্যগ্রন্থ- নক্ষত্রের ক্ষত