প্রভঞ্জনে মাথা দোলে
শিশুর দিশা মাতৃ কোলে,
সুখ ছিলো বর্ষাকালে,
আষাঢ়ের প্রাতঃ কালে!
পিড়ি পিড়ি শব্দ খালে
ঝরত পাতা ঝরের তালে,
ডরত শিশু দুলে পালে।
ঝরের দিনে ঘুড়তে যাওয়া
গাত্র জুড়ে হাওয়া খাওয়া,
হাওয়ার তালে নাচত প্রান,
যেত শোনা মেঘের গান।
সন্ধেবেলা ঘাটের ধারে
বৈঠক হতো পুকুর পারে
বর্ষাকালের মৃদু হাওয়া!
হলোনা আর কভু খাওয়া!
শৈশব গেল কৈশর গেল।
বার্ধক্যটাও চলে এল।
আজও পেলে বর্ষাকাল,
মনে জাগে শিশুকাল,