আমি আছি
- মোহাম্মদ সাকিব
আমি আবার আসব, হয়ত পদ্মা নদীর ঢেউ হয়ে,
সমুদ্রের জল হয়ে।
কিশোরী মেয়ের প্রেম হয়ে, তোমাদের নগরে আমি আবার আসব।
হয়ত তখন নদী ভাঙ্গন থেমে যাবে, হয়ত তখন আর সমুদ্রের পানিতে ফেনা থাকবেনা।
হয়ত তখন আর বৃষ্টি নামবে না।
তখন হয়ত পৃথিবীতে ধোকা নামে কিছু থাকবেনা।
তুমি অলিতে-গলিতে আমায় খুজোনা, আমায় তুমি পাবেনা।
আমায় পেতে হলে তোমায় নীলসাগর পেরোতে হবে।
আমায় তুমি পাবে নীল সাগরের পরে, যেখানে দিগন্তের ছায়া শেষ হয়।
সূর্য যেখানে অস্ত যায়না,
যেখানে নক্ষত্রেরা কান্না করেনা সেখানে।
আমি সেখানে প্রকাশ্যে ঘুরে বেরাই।
আমায় তুমি পাবে তোমার হৃদয়ের ধরকনে।
চোখ বন্ধ করে খুঁজে দেখো, আমি আছি।