মা বলে আমার ভালোবাসা আমার সংসার।
বাবা যেন একেবারেই পরিশ্রান্ত, কর্তব্যের অঙ্গীকার।
'ভালোবাসাই মূলধন' দাদার জীবন ভর বিশ্বাস,
দিশেহারা দিদির কথায় কথায় শুধু দীর্ঘ শাস।
বোন জানে ভালোবাসা মনে নতুন এক জীবন,
ভাই তো পড়েছে ফাঁদে, অসম্ভব আর্থিক অনটন।
দুনিয়া জানে---
ভালোবাসা মানে - স্কুলে মন নেই, পরীক্ষায় ফেল।
ভালোবাসা মানে- বন্ধুবিচ্ছেদ, গন্ডগোল।
ভালোবাসা মানে - মনে ভয় , বুক ধড়পড়।
ভালোবাসা মনে - গোপন চিঠি, লুকিয়ে পড় ।
ভালোবাসা মানে - প্ৰথম শাড়ি, লাল পাড়
ভালোবাসা মানে - ঝালমুড়ি, ঝিল পাড়
ভালোবাসা মানে- সিনেমা হল, শপিং মল।
ভালোবাসা মানে- হোটেল বুকিং দীঘায় চল।
ভালোবাসা মানে- ফুঁপিয়ে ফুঁপিয়ে ক্রন্দন।
ভালোবাসা মানে- ভিক্টোরিয়া আর নন্দন।
ভালোবাসা মানে - ঝাঁকড়াঝাটি, কান্নাকাটি।
ভালোবাসা মানে - কাতুকুতু, ভরদুপুরে খুনসুটি।
ভালোবাসা মানে - শেয়ার করা চায়ের কাপ।
ভালোবাসা মানে - অভিমান চুপচাপ।
পৃথিবী বলে, ভালোবাসা মানে অধিকার।
বলো, কেন তুমি আজও নির্বিকার ?
আমি বুঝি, ভালোবাসা মানে শুধু তুমি ।
তুমি কি বোঝ, ভালোবাসা মানে শুধু আমি ?