শাস্ত্রে নাকি লেখা আছে-
ঋতু কালে অশুচি নারী।
ছোঁবে না ফুলের ডালি,
সাঁঝের প্রদীপ জ্বালতে নারি।
শিশুর জন্মে আনন্দ সুখে,
মিষ্টি হাসি মিষ্টি মুখে।
পক্ষ দুই অশৌচকাল
কোন বিধাতার কোন দুখে?
শাস্ত্রে নাকি লেখা আছে
নৈবেদ্যে নিখুঁত পশু বলি।
দেবতারাও বেশ সাধ বিচারী,
মাছ- মাংস ফুলের কলি।
নাই দিলে পিঁয়াজ-রসুন
পাঁঠার ঝোল ও হয় নিরামিষ।
মুসুুর ডালে প্রোটিন বেশি
গিরিধারী বলেন আমিষ ।
শাস্ত্রে নাকি লেখা আছে-
মহা যঞ্জে পুন্য লাভ।
মন তিনেক ঘী পুড়লে,
খুনি - পাপী স্বর্গনিবাস ।
আকালে তার অকাল মরন
শ্রাদ্ধ শান্তি হয় কি তার ?
কপাল আমার মন্দ মশাই
আমার বরের নরক বাস।
শিক্ষা নেই, দীক্ষা নেই,
তন্ত্র মন্ত্র জানা ও নেই।
কি আচার, কি যে অনাচার
জ্ঞান বিদ্যা ধ্যান নেই।
সদ্য-জাত আমার কোলে,
লোকে বলে ভ্রষ্টা নারী।
ওহে ঠাকুর , ওহে গিরিধারী,
তোমায় পূজিতে আমি কি পারি ?