রুটিন মাফিক নিরন্তর এ পথ চলা
বকুনি দিয়ে ঝাকুনি-
বাচ্চাকে ঘুম থেকে তোলা,
নিমেষেই কাক স্নান, গোগ্রাসে ব্রেকফাস্ট,
খু-উ-উ-ব জরুরি কাজ, ন টায় অফিস মাস্ট।
সে ও রুটিন মাফিক--
দু - এক বার দল বেঁধে টি ব্রেক।
একটু আধটু বচসা বা রাজনৈতিক কড়চা,
অফিস ফেরা সহযাত্রী মাঝে সাঝে চড়াও।
চলে যায় একটি দিন, সপ্তাহ, মাস।
গ্রীষ্ম - বর্ষা - হেমন্ত- বসন্ত, একটি বছর।
শেষ হয় পৃথিবীর আরও একবার সূর্য পরিক্রমা।
বাড়ে সূর্যের বয়স, বাড়ে পৃথিবীর বয়স।
আসে এক এক নতুন মুহুর্ত,
প্রতিটা নতুন দিন।
কিন্তু, অনুভূতি?
যেন নতুন হতে জানেই না!
তবুও দেশজুড়ে উৎসব- হইচই,
ককটেল- মকটেল-ভেটকি-তেলকই,
নতুনত্বের আনন্দে। উদ্বেলিত মনে
হয়ত বর্ষযাপনের নিরন্তর রুটিনে!
## সবারে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন। রুটিন মাফিক নয়। হৃদয়ের নতুন অনুভূতি দিয়ে।