প্রহর কেটে যায়....
আমি গর্ভ যন্ত্রনায় কাতরাই
কয়েকটি শব্দের জন্য ।
চোখের সামনে বাংলা অভিধান
কত না শব্দ.. অজস্র তার অর্থ,
ঘুরপাক খাচ্ছে আমার পৃথিবীতে ।
স্পষ্ট ভাব গুলো জলছবি হয়ে
টানে আমাকে আর আমার মনকে।
তবু আমার কলম চলে না।
নিশুতি রাতে ঝিঁ ঝিঁ পোকার ডাক
রাত্রি শেষে পুবে আলোর ছটাক...
দাড়ি চুলকে বের করি কয়েকটি শব্দ;
না না একদম পছন্দ হল না ।
( চোখ রাঙিয়ে চলে গেল আমার গিন্নি)
এখনও বসে আছি কলম ধরে
একটি কবিতার জন্য ।
#শক্তিপদ মাইতি