অপেক্ষা আর অপেক্ষা......
কবে শেষ হবে এই অপেক্ষার-
একদিন তো শেষ হতেই হবে-
দিগন্তের ওপারে কোনো এক অচিন দেশে
পরম শান্তিতে চিরনিদ্রায় যখন হবো মগ্ন ।
যেখানে থাকবে না কোনো কোলাহল,
স্বার্থের টানাপোড়েন,মান-অভিমান,অর্থের লালসা,
স্বার্থান্বেষী প্রিয়জনদের আনাগোনা ।
অপার সুখনিদ্রায় শুরু হবে অনন্ত যাত্রা......
ওগো প্রিয়ে,এ যাত্রায় তোমার যাওয়া মানায় না,
তুমি বরং আরো কিছুকাল মহড়ায় থাকো-
চাওয়া-পাওয়া,দ্বিধা-দ্বন্দের হিসেব মেলাও ।
আমাকে যেতে দিও,পিছু থেকে ডাক দেবে না ।
বিশ্বাস করো,অভিমান নয়,এ আমার স্বেচ্ছায়
চিরশান্তির দেশে পরম পিতার নিরাপদ আশ্রয়ে অবগাহন ।
কথা দিলাম-অপেক্ষায় থাকবো-
একদিন আবার দেখা হবে সেই পরমতীর্থে ।।