বিছানায় এক ফালি রোদ মুখে এসে পড়ল-
ওমনি ঘুম ভেঙে গেল,
ভুলেই গেছি এগারো তলার ফ্ল্যাটে রয়েছি ।
জানালা দিয়ে পূবের আকাশ,ঝলমলে রোদ
আর গগনচুম্বী বাড়ীগুলো সারি সারি দৃশ্যমান ।
বসতি সেভাবে গড়ে ওঠেনি-
প্রতিটা টাওয়ারে হাতে গোনা পরিবার,
তবে খোলামেলা সবুজে ঘেরা দূষণমুক্ত পরিবেশ ।
পার্ক,কম্যুনিটি হল,জিমখানা,রেস্তো৺য়া,খেলার মাঠ,
পরিছন্ন রাস্তা,সব মিলিয়ে মন্দ নয়,শহর কোলকাতা
থেকে একটু দূরে-অদূরেই গঙ্গা-ওপারে হাওড়া ।
শহরের ব্য।স্ততা নেই,শান্ত স্নিগ্ধ বাতাস,
পাখীর কুজন,কোয়েলের কুহু কুহু রব,বড়ই মনোরম ।
সকালের সোনালী রোদ,আর বিকেলের রক্তিম আকাশ-
সবুজের ঘেরাটোপে প্রকৃতির নবসাজ-
সততই কবিমনে জাগায় কাব্যকতা-
ভাবের সমুদ্রে হাবুডুবু-কবিতার খাতায় কলমের ৺আচড় ।।