প্রতি লহমা একটু একটু করে ক্ষয়-
যেমন ক্ষয়ে যায় শৈশব,কৈশোর,যৌবন,
আজ আর হা-হুতাশ নয়-রাখ ঢাক নয়,
ক্ষয়ে ক্ষয়ে শেষ হওয়া জীবনের তটপথের ইতিবৃত্ত...
দিগন্তবিস্তৃত স্বপ্ন চোখে নিয়ে যাত্রা শুরু-
আহামরি তেমন কিছু নয়-ছাপোষা বাঙালী মানসিকতা;
একটু ভালমন্দ পেটে-মাঝে মধ্যে হাওয়া বদল,
একটা মাথা ৺গোজার ৺ঠাই,আর নিদেনপক্ষে একটা দুচাকা...
নবজাতকের পৃথিবী পরিক্রমার সওয়ার হয়ে অনেকগুলো
বছর পার করে দিলাম-এখন সে স্বাধীন-উড়তে শিখেছে,
তাই সওয়ারের প্রয়োজন ফুরিয়েছে ।
বড় অসহায়,বড় একা লাগে-
৺বেচে থাকার স্পৃহা টুকুও হারিয়ে যাচ্ছে-
প্রতি লহমা এক অজানা আতঙ্কে কাটছে-
হে ঈশ্বর,এই কি ললাটের লিখন !