জীবনের গতিপথ থেমে নেই-
বহতা নদীর মত কখনও উচ্ছল,উদ্দাম-
কখনও বা শান্ত,স্নিগ্ধ,নীরবে বয়ে যায়,
পরিশেষে মহাসাগরে বিলীন হয় ।
নদীপথের ন্যায় মানব-জীবনও অবিরাম বহমান,
ঘাত-প্রতিঘাত,বাধা-বিপত্তি,দ্বিধা-দ্বন্দ,মান-অভিমান,
হার-জিৎ,লোভ-লালসা,সত্য-মিথ্যার প্রাচীর ডিঙিয়ে
একদিন থমকে যায়-
বিদেহী আত্মার জয়যাত্রাা শুরু হয় নতুন পথে-
পড়ে থাকে মানবতাবোধ,মহৎ কর্মজীবনের ইতিবৃত্ত,
ভালবাসার মানুষজন-
আবহমান জীবনচক্র চরৈবতিঃ ।।