জন্মের সাথে সাথে মৃত্যুর নির্ঘন্ট নির্ধারিত-
সাপ-লুডো খেলার মতো জীবন-
কখনও চড়াই,কখনও উতরাই ;
ছল-চাতুরতা,যেন তেন প্রকারেণ চূড়ায় পদচিহ্ন
রাখার অদম্য প্রতিযোগিতা-
দিশাহীন পথে আনাগোনা-
যদিও লক্ষ্যপথ অজানা নয় ।
তথাপি সেই কামনা বাসনা,অর্থের লালসা,
আরও চাই আরও চাই আর্তনাথ করতেই থাকি ।
কেন এমন হয় !
নিজেকে নিজেই প্রশ্ন করি-
প্রেম-ভালবাসার দুয়ার খুলে একবার খোলা
আকাশের পানে তাকিয়ে দেখেছি কি ?
ভোরের সজীবতায় শিশির ভেজা ঘাসের
স্নিগ্ধতার পরশ পেয়েছি কি ?
৺চাদনী রাতের আকাশ কতটা মধুর,রমণীয়
পরখ করেছি কি ?
একবার,শুধু একবার বুকভরে শুদ্ধ বাতাস
টেনে নিতে দাও-
আর জীবন নামক শব্দটিকে বুঝিয়ে দাও ।

মৃত্যুর পরোয়ানা শিয়রে
আজ নয় কাল !