আমার মাথা নত করে
দাও হে প্রভু তব শ্রীচরণে,
কেন বৃথা এ মোহ আবরণ
সাজায়ে রেখেছ যতনে ।
যতবার ৺খুজি তব রাঙা চরণ
পারিনি কভু চিনিতে,
ব্যথাতুর হৃদয় গুমরে মরে
সকরুণ ক্রন্দন ধ্বনিতে ।
অবুঝ মনেরে বোঝাই কেমনে
অনিত্য এ সংসার,
দুদিনের খেলাঘর শেষ হবে যবে
বুঝিবে সবই অসার ।।