মন কেন তুই এত চঞ্চল
দুঃখ পেলে কাঁদিস,
সুখের বেলায় সব ভুলে গিয়ে
আনন্দেতে মাতিস্ ।
সুখ-দুঃখ পাশাপাশি
বসত করে জানবি,
দুখের ঘরে মন বসালে
তবেই সুখকে পাবি ।
দুঃখ বিনা সুখ আসে না
কখনও এ জীবনে,
তোরা কেবল সুখতারাটি
চিনেছিস যতনে ।
মনে প্রাণে আমরা কেবল
সুখকে খুঁজে ফিরি,
দুঃখটাকে আড়াল করে
বিষাদে মন ভরি ।
তাইতো দেখি বিদায়ক্ষণে
কালো মেঘের ছায়া,
সুখের বাতি জ্বালতে গিয়েও
দেখি সবই মায়া ।।