শীতঋতুতে নানান মজা
মেলার ছড়াছড়ি,
পৌষালি মেলা,বই মেলা
নানান জায়গায় ঘুরি ।
রোদ্দুর যেন মিষ্টিমধু
হিমেল হাওয়া বয়,
গড়ের মাঠে গড়াগড়ি
বনভোজনও হয় ।
ইচ্ছে করে চিড়িয়াখানায়
কাটাই সারাটা দিন,
শৈশবেতে মন চলে যায়
নাচি তা ধিন্ ধিন্ ।
কেউ বা ঘোরে ভিক্টোরিয়াতে
কেউ বা যাদুঘরে,
স্মৃতির পাতায় ধরা আছে
সবই যত্ন করে ।
আজও তাই প্রাণ ফিরে পাই
মেলার প্রাঙ্গণে,
মিলন মেলা খুশির দোলা
হৃদয় অঙ্গনে ।।