একটু একটু করে এগিয়ে চলেছি মহাশূন্যের দিকে-
শূন্য থেকে শুরু করে আবার সেই শূন্যে ফেরা;
পথ হারা কিছু পাখীদের মত
ইতস্তত ছুটে চলা
এ বাসা থেকে ও বাসা-
হতাশ হয়ে আবার ফিরে আসা
বহু পরিচিত সেই বাসা ।
সময় বয়ে চলে তার নিজের খেয়ালে
কে জানে কখন কালসর্পযোগে
ভেসে যাবে সাজানো বাগান-
এক মুঠো ছাই হয়ে-আবার সেই শূন্য !