চির বসন্তের গালিচা বিছানো
রাঙা মেঠো পথ বেয়ে,
এসো আজ তুমি বসন্তরাণী
দখিণা বাতাস নিয়ে ।
নব-বসন্তের সুবাস লেগেছে
হৃদয় অঙ্গনে,
প্রাণ-মাঝারে খুশির জোয়ার
বইছে আনমনে ।
দে দোল দোল কর হোড়দোল
ফাগুনের রঙ মেখে,
রূপোলী পাখায় সোনা রোদ মেখে
বলাকা যায় আলপনা এঁকে ।
পল্লীবধূ কলস কাঁখে
মরমীর পথ চেয়ে,
গুন গুন করে আকুল হৃদয়ে
আজ ওঠে গান গেয়ে ।।