কোথাও জীবন যন্ত্রণা
তোমার দুরন্ত বর্ষণে
কোথাও স্বস্তির নিশ্বাস
তোমার আগমনে
কারও হৃদয়ে তুমি
যৌবন আগুন জ্বালো
আবার ধরার বুকে
রূপের শোভা ঢালো ।।



খুব ব্যাস্ততার মধ্যে ছোট্ট করে লিখলাম ।