বাংলাদেশের মাটির পরে
ছিল আমার ঘর,
ভব নদী পার হয়ে যে
হলাম আমি পর ।
ভবের ঘরে পদ্মাপাড়ে
করেছি কতই খেলা,
সুখেদুখে সবার সাথে
কাটিয়েছি যে বেলা ।
এখন আমি বেশ আছি
ময়না-টিয়ার বেশে,
মিষ্টি সুরে গান শোনাবো
দেশকে ভালবেসে ।
আসবো না আর ফিরে আমি
বাংলা মায়ের কোলে,
পাখী হয়ে থাকবো গাছে
মানব জীবন ভুলে ।।