আমি ফুল কুড়োব বলে
শিউলি তলায় এসে দেখি
দু'চোখ ভরা জল;
ভিজে ঘাসের শীষে শীষে
আকাশখানি ছড়িয়ে আছে
শিশিরে টলমল ।
কাব্যে তবে ধরব তাকে ?
বর্ণমালায় পাইনি খুঁজে
একটি অন্ত্যমিল;
আকাশ ছুঁতে গিয়ে দেখি
দুরান্তিকে হারিয়ে গেছে
অধরা সেই নীল ।।