১। ভবের হাটে হরেক মজা
খেলার ছলে কেউবা রাজা
তুমি এখন শুধুই প্রজা
চোখটি কেবল রাখো সোজা ।
২। দেবতা সাধিতে মন্দিরে যাই
মসজিদে সাধি আল্লা,
যাকে নিয়ে আমি হৃদয়ে রাখি
সে কি আজ শুধু খেলনা ।
৩। রাতের ঘুমকে বলি শোন
তুমি দূরে যাও,
মনের দরজা আগল করে
মনকে ছুঁয়ে নাও ।