যখন আমি থাকবো নাকো
এই ধরাতলে,
আমার লেখা পড়বে মনে
ভিজবে অশ্রুজলে ।
কবি আমি নইকো মোটে
সখের কবি বটে,
সময়টময় পেলে একটু
কাব্য করি বোসে ।
কর্মহীন বেকার আমি
তাইতো লিখে যাই,
কি যে লিখি ছাইপাশ
ভেবে না পাই ।
দুকলম লিখলে কি
কবি হওয়া যায় ?
প্রশ্নটা করি বটে
উত্তর না পায় ।
জীবনের বহু কথা
লিখতে যে চায়,
পারো যদি রেখো
ধরে স্মৃতির পাতায় ।
কষ্ট তুমি পেও না যেন
ওগো প্রিয়তমা,
সখের কবি হবে
এই করো কামনা ।।
(প্রিয়জনদের উদ্দেশ্যে আজকের লেখা)