হিসেবের খাতায় শুধুই গরমিল
হিসাব মেলানো দায়,
শেষের বেলায় শেষ প্রহরে
এখন দেখি তায় ।
স্মৃতির পাতায় লেখা আছে যা
রাখিনু তারে যতনে,
স্মৃতির সঞ্চয় হবে নাকো মলীন
থাকিবে জনমে জনমে ।
দেনা পাওনার বোঝাপড়া সব
হয়েছে এখন শেষ,
রাতের আঁধার পার কর নাথ
নইলে দুঃখ অশেষ ।
সুখের মরণ করব বরণ
সুখপাখীরে করব স্মরণ,
ঘাটে তরী আসবে যখন,
অনায়াসেই ভাসব তখন ।
হরিহরি কৃষ্ণকলি
মনের কথা কারে বলি,
মনপাখীটা মরেও মরে না
তাই তো এখনও চলি ।।