ওঠো জাগো,অলস কবি
ঘুমায়ে থেকো না আর,
তমাসাছন্ন রাত্রি তোমায়
করতে হবে পার ।
কতশত কবি এসেছে আজ
কবিতার আসরে,
নবীন,প্রবীণ সবার আসন
রয়েছে সমাদরে ।
আমিও এসেছি বারাসাত থেকে
নতুন ভাবনা নিতে,
ভয়,ভীতি,লাজ দুরে রাখি আজ
কিছু যদি পারি দিতে ।
নিয়মিত কবি,নতুন কবি
নিত্য নতুন সাজে,
কবিতার মালা গাঁথে নিজ হাতে
শত কাজের মাঝে ।
আর দেরী নয়,তরা করি এসো
কবিতার প্রাঙ্গনে,
কবিবর সবে এসেছে সদলে
আজিকার মহামিলনে ।।