কালের স্রোতে ভেসে যাবো
পথ তো চেনা নাই,
চোরাপথে চোরাবালি
কেবল দেখি তাই ।
শেষের বেলা ঘনিয়ে এলো
গহন অন্ধকার,
ভেবে দেখিনি আগে কখনও,
সময় হচ্ছে পার ।
তবু কেন ভুল করে
জীবনের ছবি আঁকি,
এখনও বসে ভাবনা ছাড়ো,
আর নয়কো ফাঁকি ।
কালের অমোঘ নিয়মে চলে
আমাদের এই ভেলা,
সময় যখন ফুরিয়ে যাবে
সাঙ্গ হবে খেলা ।।