আজ শান্তি নাই ঘরে বাইরে
অশান্ত পরিবেশ
মনে কেবল বিষণ্ণতা
সুখের নাই লেশ ।
সুখ দুঃখ চক্রাকারে
আসে নিয়ত জানি
এখন দেখি দুঃখটাই
দিচ্ছে হাতছানি ।
জনম ভোর দুঃখ যদি
সঙ্গে থ[কে মনে
সুখপাখীটা আসবে কবে
কোন সন্ধিক্ষণে ?
মানব জন্ম বৃথাই যাবে
যদি না শান্তি পাই
সুখেদুখে অটল থেকে
কেবল তাঁরেই ডেকে যাই ।