প্রাসাদ ভেঙে-চুরে,
বোবা ল্যাম্পপোস্টটার পাশ ঘেঁষে-
তোমার কান্নার সুর আজ নিদারুণ চলে গ্যাছে
অযুত আলোকবর্ষ দূর।

ছায়াপথ পেরিয়ে হয়তো অ্যান্ড্রোমিডার খুব কাছাকাছি।
যেখানে আমি বা আমি জাতীয় কিছুর অস্তিত্ব নেই।

বুকে সূর্যের উত্তাপ মেখে বেঁচে থাকতে গিয়ে
দেখি দাঁড়িয়ে আছি শ্যাওলা পড়া সেই পুরনো উঠোনেই।

এখানে আমি বড্ড বেমানান জানি,
তোমার অবশিষ্ট বর্তমানে আমি বড় বেশি নিরংশ,
এও জানি।

তবুও তোমায় একদিন আকাশ দিতে চেয়েছিলাম।
কিন্তু বিশ্বাস করো, আমার হাতে এই শেষ ভায়োলিনটা ছাড়া
আজ আর কিছুই নেই।