চোখের রক্তনালীর অববাহিকায়
যে'সব নুড়ি পড়ে আছে বহুদিন;
সেসব ঝিনুকগর্ভে আশ্রয় পায়নি বলে-
মুক্তো হ'তে পারেনি বলেই কি
এখানে বয়ে গ্যাছে তোমার প্রহসন স্রোত;
নিত্য বিজয়োৎসব?
নাকি মৃত্যুকূপ দেখিয়ে ভাসমান পাতার মতো
যেতে যেতে বলে দিতে চাও-
'অনুকূল পেয়ে গ্যালে কেউ আর থেমে থাকেনা।'