নিদ্রিতা, স্কন্ধহীন কঙ্কালরাত্তিরে পায়ের কাছে
লুব্ধক ঝ'রে পড়লে- তোমাকে ফিরে পাই।
বোধিদ্রুম চূড়ায় তোমার প্রবল বিচ্ছুরণ;
শুনি কম্পিত মাধুর্যে প্রারম্ভিক কন্ঠস্বর।
তুমি এলেই-
বর্ণমালা খুঁজে পায় নিটোল উপমা,
পণ্ড হয় সমগ্র অচরিতার্থ গান।
গোপন অভিমানসমূহ- আমি আবার ভুলে যাই।